হোম > জাতীয়

হলফনামার তথ্য নিয়ে এখনই কোনো পদক্ষেপ নেবে না দুদক: সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।

মাহবুব হোসেন বলেন, কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী কাজ করে। নির্বাচনকে সামনে রেখে বিশেষ কিছু করার পরিকল্পনা নেই দুদকের। হলফনামায় যাঁদের অস্বাভাবিক তথ্যের সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে, তাঁদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ধরে দুদক কাজ করবে কি না জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচন আলাদা বিষয়। ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ্য করে স্পেসিফিক কিছু করার সুযোগ নাই। ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক যা করার দরকার তা করবে। কমিশন ওই... এই... মানে এ জাতীয় কোনো কার্যক্রমের পরিকল্পনা এখানে নেই।’

এর আগে হলফনামা ধরে কমিশন কাজ করেছে, এবার ইসির কাছে কমিশন কোনো তথ্য চাইবে কি না বা হলফনানামা ধরে কমিশন কাজ করবে কি না—জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে একটা মতামত আমরা দিতে পারি। এ বিষয়ে কোনো গাইড লাইন বা নির্দেশনা থাকলে তা সেটি কমিশনের তরফ থেকে আসতে হবে। হলফনামা যেটি দাখিল করা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছে—তার মানে এখনই যে সেটিকে ধরব বা তার পেছনে দৌড়াব, বিষয়টা এমন না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিশন আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে। প্রয়োজনে তখন বিবেচনায় নেওয়া হবে।’

দুদকের নীতির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সচিব বলেন, ‘আইনে বলে দেওয়া আছে কী করণীয় কী বর্জনীয়। হলফ নামা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করব বিষয়টি এমন না।’

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তাদের অবৈধ সম্পদে মামলা হলেও হলফনামায় যাঁদের অস্বাভাবিক সম্পদ বেড়েছে, তাঁদের কিছু করা হয় না—এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড না। কোনো অভিযোগ আসলে কমিশন যা করার দরকার তা-ই করে। কমিশন আইন মোতাবেক যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি তারা নেবে।

সংবাদ সম্মেলনে আগামী শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনার বিষয়ে অবগত করেন সচিব মাহবুব হোসেন। তিনি জানান, দিনটি উপলক্ষে কমিশন প্রতিবারের মতো মানববন্ধন করছে না। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদকের আলোচনা সভায় সশরীরে থাকার বিষয়ে নিশ্চিত করেছেন।

মাহবুব হোসেন জানান, ৯ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন। এ ছাড়া দিনব্যাপী দুদকের জেলা কার্যালয়গুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু