হোম > জাতীয়

২৩ প্রতিষ্ঠান পাচ্ছে শিল্প পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ পাচ্ছে ২৩টি শিল্পপ্রতিষ্ঠান। সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। তবে ঋণ খেলাপি, সরকারি বিল খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারী, পরিবেশ দূষণকারী শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাবে না বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। 

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। 

এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানায়, মোট ২১টি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ার কথা থাকলেও এ বছর দুটি ক্যাটাগরিতে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। বিজয়ী সবাই পাবে পরিমাণভেদে স্বর্ণখচিত ক্রেস্ট। প্রথম হিসেবে বিজয়ী প্রতিটি প্রতিষ্ঠান পাবে ৩ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা। এ ছাড়া সবাই সম্মাননা সনদ পাবেন। যে প্রতিষ্ঠান একবার পুরস্কার পাবে, তারা একই ক্যাটাগরিতে পরের তিন বছর আর আবেদন করতে পারবে না। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ শিল্প পুরস্কার দেওয়া হচ্ছে।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন