হোম > জাতীয়

রেলপথের বিদ্যুতায়নে যুক্তরাজ্যকে বিনিয়োগের প্রস্তাব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রচলিত রেলপথের বিদ্যুতায়ন করার জন্য যুক্তরাজ্যকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া, জাতিসংঘ ও কমনওয়েলথ প্রতিমন্ত্রী লর্ড আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাজ্যের বেসরকারি খাত বাংলাদেশের পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে বলে প্রস্তাব দেন একে আব্দুল মোমেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি বাংলাদেশ এবং জলবায়ু সম্মেলন কপ-২৬-এর সভাপতি যুক্তরাজ্য, দুই দেশ মিলে গ্লাসগোতে কপ-২৬-এর সাইড লাইনে আলাদা করে একটি অনুষ্ঠান আয়োজন করতে পারে বলে লন্ডনকে প্রস্তাব দেয় ঢাকা। 

এর পরিপ্রেক্ষিতেই সবুজ রেলওয়ে নির্মাণের কথা বলেছে বাংলাদেশ। বিদ্যুৎশক্তি (সৌরবিদ্যুৎ) দিয়ে ট্রেন চালানোর অবকাঠামো নির্মাণে যুক্তরাজ্যের বেসরকারি খাতকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। 

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশমন এবং অভিযোজন নিয়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো লর্ড আহমেদকে জানান পররাষ্ট্র মন্ত্রী। জলবায়ু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন লর্ড আহমেদ। 

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গারা যাতে তাঁদের মাতৃভূমি রাখাইনে টেকসই ভাবে প্রত্যাবসিত হতে পারেন, সে জন্য মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব