নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশ করতে আজ প্রথম বৈঠকে বসছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই বৈঠক ডেকেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান। বিকেল সাড়ে ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে শনিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর এটি প্রথম সার্চ কমিটি। তবে এর আগে নির্বাচন কমিশন গঠনে ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটি হয়েছিল। তখন রাষ্ট্রপতির বিশেষ আদেশে সার্চ কমিটি গঠন করা হয়।