হোম > জাতীয়

সাবেক এনবিআর চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম ও এনবিআরের সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম ও তাঁর স্ত্রী লায়লা জেসমিন এবং এনবিআরের সাবেক প্রথম সচিব ও বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ঈদতাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শর্মি মালা আনসারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানকালে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে, এ কারণেই তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন। এই নিষেধাজ্ঞার ফলে দুদক তাঁদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব