হোম > জাতীয়

গেটকিপার-ওয়েম্যানদের বিক্ষোভ, রেল যোগাযোগ বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা বেতনভাতা বকেয়া থাকায় বিক্ষোভ শুরু করেছেন। রেলের এই অস্থায়ী কর্মচারীরা আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগির পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন ৷

শফিকুল জানান, বিক্ষোভরত কর্মচারীদের আশ্বাস দিতে তিনি ও রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ ঘটনাস্থলে যাচ্ছেন ৷

তিনি বলেন, গেটকিপার ও ওয়েম্যানদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করব। আশা করি, খুব দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে পারব ৷

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান না পাননি রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা ৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নেন তারা ৷

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, লড়েছেন মোট ২৩ আসনে

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক