হোম > জাতীয়

হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ তিনজনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২ জুলাই তাঁদের হাজির হতে বলা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের স্বাক্ষরে তাদের অভিযুক্তদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

আকতারুল জানান, তারিক আহমেদ সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিকের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছে।

দুদকের তলবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।’

গত ২৭ জানুয়ারি দেশের তিন বিমানবন্দরে চার প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলা দায়ের করে দুদক।

এরপর গত ১৪ মে তারিক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিক ও তাঁর মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়ে আদালত। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।

গত ৩ জুন তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে থাকা ২৪ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় আদালত।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ