পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাদের বদলি ও মামলার আসামির তালিকায় নাম দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করছে একটি চক্র। এই প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার বিকেলে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে বদলির ভয় দেখিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
প্রতারক চক্রকে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সদর দপ্তর।