হোম > জাতীয়

অবসরের পর সাজা হলে আগের মতোই কাটা যাবে পেনশনের টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবসরে যাওয়ার পর কোনো সরকারি কর্মচারী গুরুতর অপরাধের জন্য দণ্ড পেলে তাঁর পেনশন বাতিল, স্থগিত বা প্রত্যাহার করতে পারে সরকার। সরকারি চাকরি আইন থেকে এই বিধানটি বাদ দিতে মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হলেও তা অনুমোদন পায়নি। ফলে আগের মতোই অবসরে যাওয়ার পর সাজা পেলে তাঁর পেনশন কাটা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধন করতে প্রস্তাব উত্থাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি চাকরিজীবীরা অবসর নেওয়ার পর দুর্নীতির কারণে দণ্ডপ্রাপ্ত হলে পেনশন থেকে টাকা কেটে নেওয়া যেত। এটা বাদ দিতে জনপ্রশাসন প্রস্তাব ওঠালেও মন্ত্রিসভা সে সিদ্ধান্তে রাজি হয়নি।

আইন অনুযায়ী, অবসর সুবিধাভোগী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বা কোনো গুরুতর অসদাচরণে দোষী সাব্যস্ত হলে তাঁকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাঁর অবসর সুবিধা সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল, স্থগিত বা প্রত্যাহার করতে পারে। এই বিধান বাদ দিতে প্রস্তাব এনেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রিসভা তা অনুমোদন করেনি। ফলে বর্তমান আইনে যা আছে তাই বহাল রইল।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সরকারি কর্মীদের বিদেশ যেতে বা অন্য কোথাও চাকরিতে যোগ দিতে অনুমতি লাগে না। এই ধারা সংশোধন করে সরকারের অনুমতি নেওয়ার বিধান যুক্তের প্রস্তাব করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভা তাতেও রাজি হয়নি।

৩১ মে'র মধ্যে বার কাউন্সিলের নির্বাচন করে তিন বছরের জন্য কমিটি নির্বাচিত করতে হয়। এ সংক্রান্ত অধ্যাদেশে নির্বাচনের কোনো বিকল্প রাখা নেই। সে জন্য অধ্যাদেশটি সংশোধন করে এক বছরের জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি করার বিধান যুক্তের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে চলতি বছরের এপ্রিল-জুন মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল