হোম > জাতীয়

‘নিম্নমানের’ খেজুরের দাম ঠিক করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে। 

তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’ 

এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’ 

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে। 

এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল