হোম > জাতীয়

আদালতের আদেশ বাস্তবায়ন না করার অপরাধ: নিঃশর্ত ক্ষমা চাইলেন কারা মহাপরিদর্শক ও  সুরক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে হাজির হয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাঁদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। আর আদেশ বাস্তবায়নের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। ওইদিন পরবর্তী শুনানি হবে। 

এর আগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় গত ২০ নভেম্বর ওই দুজনকে তলব করেন আপিল বিভাগ। নির্দেশ অনুযায়ী আজ সোমবার সকালে তাঁরা হাজির হন।

গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ ছয় কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। তবে রায় বাস্তবায়ন না করায় সুরক্ষা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন পাঁচ কর্মকর্তা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। এরপরও রায় বাস্তবায়ন না হওয়ায় তাদের তলব করা হয়।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক