হোম > জাতীয়

আদালতের আদেশ বাস্তবায়ন না করার অপরাধ: নিঃশর্ত ক্ষমা চাইলেন কারা মহাপরিদর্শক ও  সুরক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে হাজির হয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাঁদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। আর আদেশ বাস্তবায়নের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। ওইদিন পরবর্তী শুনানি হবে। 

এর আগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় গত ২০ নভেম্বর ওই দুজনকে তলব করেন আপিল বিভাগ। নির্দেশ অনুযায়ী আজ সোমবার সকালে তাঁরা হাজির হন।

গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ ছয় কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। তবে রায় বাস্তবায়ন না করায় সুরক্ষা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন পাঁচ কর্মকর্তা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। এরপরও রায় বাস্তবায়ন না হওয়ায় তাদের তলব করা হয়।

গুম করে নির্যাতন: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা