হোম > জাতীয়

ঢাকায় ১০ বছরে বৃষ্টির নয়া রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে রোববার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ঢাকার বৃষ্টি ১০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশে এখনো বর্ষাকাল আসেনি। এর আগে এত বৃষ্টি স্বাভাবিকভাবে অন্য বছরে হয় না।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ১০ বছরের ইতিহাসে বিরল। সাধারণত দক্ষিণ পশ্চিম-মৌসুমি বায়ুকে বাংলাদেশের জন্য বর্ষাকাল ধরা হয়। এ বায়ু আগামী দুই–তিন দিনের মধ্যে টেকনাফ এলাকায় পৌঁছাবে। তখন সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণও হবে অনেক জায়গায়। দেশে জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসকে পরিপূর্ণ বর্ষাকাল বলা হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই-আগস্ট মাসে। সেখানে এবার ৫ জুনে যে বৃষ্টি হলো তা এ বছর বেশি বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

গত ৫ জুন ঢাকায় বৃষ্টি হলেও দেশের অন্য বিভাগগুলোতে বৃষ্টি সেভাবে হয়নি। এমনকি খুলনা ও ময়মনসিংহ বিভাগে কোথাও বৃষ্টি হয়নি এদিন। রাজশাহীতে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার, রংপুরে ২ মিলিমিটার, বরিশালে ৩ মিলিমিটার, সিলেটে ২৪ মিলিমিটার আর চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। শহর এলাকা তলিয়ে যেতে পারে প্রবল বৃষ্টির কারণে।

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি