হোম > জাতীয়

ঢাকায় ১০ বছরে বৃষ্টির নয়া রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে রোববার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ঢাকার বৃষ্টি ১০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশে এখনো বর্ষাকাল আসেনি। এর আগে এত বৃষ্টি স্বাভাবিকভাবে অন্য বছরে হয় না।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ১০ বছরের ইতিহাসে বিরল। সাধারণত দক্ষিণ পশ্চিম-মৌসুমি বায়ুকে বাংলাদেশের জন্য বর্ষাকাল ধরা হয়। এ বায়ু আগামী দুই–তিন দিনের মধ্যে টেকনাফ এলাকায় পৌঁছাবে। তখন সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণও হবে অনেক জায়গায়। দেশে জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসকে পরিপূর্ণ বর্ষাকাল বলা হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই-আগস্ট মাসে। সেখানে এবার ৫ জুনে যে বৃষ্টি হলো তা এ বছর বেশি বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

গত ৫ জুন ঢাকায় বৃষ্টি হলেও দেশের অন্য বিভাগগুলোতে বৃষ্টি সেভাবে হয়নি। এমনকি খুলনা ও ময়মনসিংহ বিভাগে কোথাও বৃষ্টি হয়নি এদিন। রাজশাহীতে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার, রংপুরে ২ মিলিমিটার, বরিশালে ৩ মিলিমিটার, সিলেটে ২৪ মিলিমিটার আর চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। শহর এলাকা তলিয়ে যেতে পারে প্রবল বৃষ্টির কারণে।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল