হোম > জাতীয়

অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর দাবি মালিক সমিতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান বিধিনিষেধ শিথিলে বুধবার থেকে গণপরিবহন চলাচল করার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এ ক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী সেটা নির্ণয় করা কঠিন। ফলে মোট পরিবহনের অর্ধেক সংখ্যক চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সকল গাড়ি চলাচলের অনুমতির জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

সোমবার ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট গাড়ির অর্ধেক চলাচল করলে শ্রমিকেরা বেকার থাকবে তাদের কষ্ট লাঘব শেষ হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কি হবে? অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে এবং যাত্রীর চাপ বাড়বে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এমন অবস্থায় অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা সরকারের নির্দেশনা মেনে বর্ধিত ভাড়া না নিয়ে পূর্বের ভাড়া গাড়ি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিক-শ্রমিক নির্দেশ প্রদান করেছি।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন