হোম > জাতীয়

অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর দাবি মালিক সমিতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান বিধিনিষেধ শিথিলে বুধবার থেকে গণপরিবহন চলাচল করার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এ ক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী সেটা নির্ণয় করা কঠিন। ফলে মোট পরিবহনের অর্ধেক সংখ্যক চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সকল গাড়ি চলাচলের অনুমতির জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

সোমবার ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট গাড়ির অর্ধেক চলাচল করলে শ্রমিকেরা বেকার থাকবে তাদের কষ্ট লাঘব শেষ হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কি হবে? অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে এবং যাত্রীর চাপ বাড়বে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এমন অবস্থায় অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা সরকারের নির্দেশনা মেনে বর্ধিত ভাড়া না নিয়ে পূর্বের ভাড়া গাড়ি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিক-শ্রমিক নির্দেশ প্রদান করেছি।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির