হোম > জাতীয়

অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর দাবি মালিক সমিতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান বিধিনিষেধ শিথিলে বুধবার থেকে গণপরিবহন চলাচল করার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এ ক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী সেটা নির্ণয় করা কঠিন। ফলে মোট পরিবহনের অর্ধেক সংখ্যক চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সকল গাড়ি চলাচলের অনুমতির জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

সোমবার ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট গাড়ির অর্ধেক চলাচল করলে শ্রমিকেরা বেকার থাকবে তাদের কষ্ট লাঘব শেষ হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কি হবে? অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে এবং যাত্রীর চাপ বাড়বে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এমন অবস্থায় অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা সরকারের নির্দেশনা মেনে বর্ধিত ভাড়া না নিয়ে পূর্বের ভাড়া গাড়ি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিক-শ্রমিক নির্দেশ প্রদান করেছি।

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার