হোম > জাতীয়

দেশে এক দিনে টিকাদানের রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের। 

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন। 

এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। 

শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ। 

বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। 

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা