বন্যায় পূর্বাঞ্চল রেলওয়ের কিছু রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি রেলস্টেশন সাময়িক বন্ধ ঘোষণা করেছিল রেলওয়ে। তবে আজ রোববার সিলেট রেলস্টেশনের পানি নেমে যাওয়ায় এই স্টেশন পুনরায় চালু হয়েছে। ফলে ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রোববার দুপুর ১টা নাগাদ সিলেটের বন্ধ স্টেশন চালু হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছিল।
তবে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ রেললাইনের ৩৪ নম্বর ছোট একটি রেলব্রিজের নিচ থেকে মাটি সরে গেছে। এই রেলব্রিজ দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। তাই ঢাকা থেকে নেত্রকোনার আগের স্টেশন পর্যন্ত ট্রেন যাচ্ছে। তবে নেত্রকোনা ও মোহনগঞ্জ স্টেশন এখনো বন্ধ আছে।