হোম > জাতীয়

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ৬ আসামিকে জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় ছয় আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের রিভিশন আবেদন শুনানি করে বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন গোলাম রসূল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম। তাদেরকে চার বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মহসীন। তবে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ আগস্ট ওই নারীকে দেখে ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

এর মধ্যে হত্যাচেষ্টা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে এবং ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দেন আদালত।

এছাড়া অস্ত্র ও বিস্ফোরক মামলায় চলতি বছরের ১৮ এপ্রিল বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর ৪৪ জনকে দেওয়া হয়েছে ৭ বছর করে কারাদণ্ড।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী