হোম > জাতীয়

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার পৌঁছেছে সিঙ্গাপুরের দ্বিতীয় বিশেষজ্ঞ দল। ছবি: পিআইডি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।

গতকাল সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়। এই টিমের সদস্যরা হলেন—চো উইং কিট চেস্টার, ওয়েই গুইরু, তার কোই ইউয়েন, ওং জোলিন এবং আইরিন ওং মেই জিন। তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন। তাঁরা কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

বৃহস্পতিবার পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ দল। ছবি: পিআইডি

চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। চীনা চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন, লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি এবং লিউ হুয়ান। এই দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন।

চীনা চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে