হোম > জাতীয়

এক দিনে রেকর্ড দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছেই। প্রায়ই দৈনিক শনাক্তে নতুন রেকর্ড হচ্ছে। এবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড দুই শতাধিক রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। যা এ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এই শনাক্ত ও ভর্তির মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৫২ জন। 

এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৩৩ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৯ দিনে ১০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৯৩। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৫ জন। এই মোট রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৯২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ১৩২ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮৭৩ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের। 

কীটতত্ত্ববিদদের বলছেন, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০৫ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। 

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর