চলতি বছর হজে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ২৯ জন হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৪ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৯ জন বাংলাদেশি। এদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৪ জন। এর মধ্যে, মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ এবং আরাফায় একজন।
বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৪০ জন। আর সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৯ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, গত শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজি। এদের মধ্যে সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ২ হাজার ৯২৪ জন এবং বেসরকারি মাধ্যমে গিয়েছেন ১৭ হাজার ৫৭৬ জন।
সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র নেওয়া হয় ৫৪ হাজার ২২৭টি এবং সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক হতে সেবা নিয়েছেন ২১ হাজার ৯১০ জন।