হোম > জাতীয়

গোপালগঞ্জে কোভিড টিকার কারখানা করার ব্যবস্থা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি

মানিকগঞ্জ: টিকা তৈরির প্ল্যান্ট গোপালগঞ্জ জেলার ওষুধ ফ্যাক্টরির আশপাশে করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। 

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর এলাকার নিজ বাড়িতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা আগ্রহের সঙ্গে গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমাদের নির্দেশনা দিয়েছেন–যত দ্রুত সম্ভব টিকা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আমরা এরই মধ্যে জরুরি সভা করেছি। সভায় দেশি-বিদেশি এক্সপার্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলাপ করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে বলেছি। আমরা টিকা তৈরি প্ল্যান্ট গোপালগঞ্জ জেলার ওষুধ ফ্যাক্টরির আশপাশে করতে ব্যবস্থা নিয়েছি। সেটা একটু সময় লাগলেও কাজ শুরু হয়ে গেছে। 

তিনি বলেন, আমরা চীন এবং রাশিয়াকে প্রস্তাব দিয়েছি। আমাদের দেশে জয়েন্টলি ভ্যাকসিন তৈরি করতে পারবে। সরকারের সঙ্গে তৈরি করতে পারে অথবা প্রাইভেট কোম্পানি যারা আছে, যাদের ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা আছে, তাদের সঙ্গে কাজ করতে চাইলে তার অনুমোদন আমরা দিয়ে দেব। 

রাশিয়ার সঙ্গে চুক্তির কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে দুই পক্ষের আলোচনার যে বিষয়গুলো থাকে তা আমরা অতিক্রম করেছি। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি স্বাক্ষর করার জন্য। আমরা সেখান থেকেও টিকা পাব। চীনের সিনোফার্ম থেকে টিকা আসবে। খুব তাড়াতাড়ি আসবে, অল্প সময়ের মধ্যে আসবে। কিন্তু কবে আসবে তা বলতে পারছি না। কত সংখ্যা আসবে সেটাও বলতে পারছি না। তবে বেশি সংখ্যাই হবে। এগুলো গোপন রেখেই আমাদের চলতে হচ্ছে। যখন আসবে তখন সবাই জানতে পারবেন। মডার্নার টিকাও খুব তাড়াতাড়ি চলে আসবে বলেও জানান মন্ত্রী। 

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান