হোম > জাতীয়

ইসি কর্মকর্তাদের রদবদল শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব; মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে মুন্সিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা; ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (বাজেট, হিসাব ও সাধারণ সেবা); সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি আলাদা আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আসমা দিলারা জান্নাতকে একই অনুবিভাগের উপপরিচালক (তথ্য অনুসন্ধান); ইসি সচিবালয়ের সহকারী সচিব হাবিবা আখতারকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ);

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি