হোম > জাতীয়

ইসি কর্মকর্তাদের রদবদল শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব; মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে মুন্সিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা; ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (বাজেট, হিসাব ও সাধারণ সেবা); সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি আলাদা আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আসমা দিলারা জান্নাতকে একই অনুবিভাগের উপপরিচালক (তথ্য অনুসন্ধান); ইসি সচিবালয়ের সহকারী সচিব হাবিবা আখতারকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ);

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন