হোম > জাতীয়

তিন জেলায় ১৪৯ কিলোমিটার সড়ক পানির নিচে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যার কারণে এখন পর্যন্ত তিন জেলার ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার সড়ক তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও শেরপুরের ১৬টি সড়ক। এর ফলে এসব অঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ শনিবার রাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বন্যা তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সিলেটে ৭টি, সুনামগঞ্জে ৮টি এবং শেরপুরে একটি মোট ১৬টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিলোমিটারের হিসেবে দেখে গেছে, সিলেটে আছে ৮০ দশমিক ৯০ কিলোমিটার, সুনামগঞ্জে ৬২ দশমিক ২০ কিলোমিটার এবং শেরপুরে সাড়ে ৫ কিলোমিটার মিলিয়ে মোট ১৪৮ দশমিক ৬০ কিলোমিটার। মোট সড়কের মধ্যে আঞ্চলিক ৪টা মহাসড়ক আছে যা ২৯ দশমিক ২৫ কিলোমিটার এবং ১২টি জেলা মহাসড়ক আছে যা ১১৯ দশমিক ৩৫ কিলোমিটার। 

বন্যায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে যে ধরনের ক্ষতি হয়েছে সেই বিষয়ে সওজ জানিয়েছে, সড়কের কোথাও কোথাও পানির নিচে তলিয়ে গেছে, কোথাও সড়কের মাটি ধসে গেছে। কোথাও আবার সড়কের বাঁধ ধসে গেছে। তবে এর ফলে আর্থিকভাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাবে না। বন্যার পানি নেমে গেলে বোঝা যাবে সড়ক মেরামত করতে কী পরিমাণ টাকা লাগবে।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’