হোম > জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ১৪ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ১৪ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তা জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ এবং দেশজুড়ে কার্যকর করোনার টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করার মাধ্যমে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি ক্রমবর্ধমান কোভিড রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান ও সেবাযত্নের মান বাড়াতে ভূমিকা রাখবে। 

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের করোনা মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র সরকার মহামারির শুরু থেকে বাংলাদেশের করোনা মোকাবিলা কার্যক্রমে নতুন এই তহবিলসহ মোট ৯ কোটি ৬০ লাখ ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের দেওয়া ৫৫ লাখ ডোজ মডার্না টিকা এবং দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র এ ছাড়া ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র বিভাগ এবং সিডিসির মাধ্যমে বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেন যন্ত্রপাতি, অক্সিমিটার এবং দেশজুড়ে কর্মরত সম্মুখসারির কর্মীদের জন্য কয়েক লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে। 

এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্সের মাধ্যমে টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে এরই মধ্যে ২০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। পরবর্তীতে আরও ২০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা