হোম > জাতীয়

বিমানের চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেছনের একটি চাকা ছাড়াই ঢাকার পথে রওনা দেয় বিমানের ফ্লাইট। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের দুটি চাকার একটি খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজি ৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার থেকে বেলা ১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পরপরই বিমানের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের জন্য প্রস্তুতির কথা জানান। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। বেলা ২টা ২০ মিনিটে ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি ৭১ জন যাত্রীসহ নিরাপদে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণেই চাকাটি খুলে যায়। তবে দক্ষতার সঙ্গে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করানোর জন্য ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তাঁর ক্রুদের ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, ক্যাপ্টেন জামিলের ৮ হাজার ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।

এদিকে চাকা খুলে যাওয়ার ঘটনা তদন্তে বিমানের নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা স্থানীয় সাংবাদিকদের জানান, খুলে পড়া চাকাটি পরে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল