হোম > জাতীয়

চা-শ্রমিকেরা স্বর্ণের চুড়ি দিয়েছেন, এত বড় সম্মান আমি আর পাইনি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন। এ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’ 

টানা আন্দোলনের মুখে দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণের পর আজ শনিবার চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। 

চা-বাগানে অনেকবার গিয়েছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীমঙ্গলে আমি থেকেছি। চা-শ্রমিকদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা গণভবনেও এসেছিলেন। আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন।’ 

চা-শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনো আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভাইয়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এত বড় উপহার আমি আর কখনো পাইনি।’

২০১২ সালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে একজোড়া স্বর্ণের চুড়ি উপহার দেন চা শ্রমিকদের প্রতিনিধিরা।

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা