হোম > জাতীয়

মৃত্যুশূন্য টানা ৫ দিন, দুই সপ্তাহ শয়ের নিচে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়। 

বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল। 

গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে। 

সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।  

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে