হোম > জাতীয়

তিতুমীরের শিক্ষার্থীদের পেছনে কারা, তা আপনারা জানেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পেছনে কারা, তা সবাই জানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘তাঁদের পেছনে কারা আছে, তা আপনারা জানেন। জনগণ এদের প্রতিহত করবে।’

আজ সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাঁদের আন্দোলন জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের দুর্ভোগ নাভিশ্বাস হয়ে উঠেছে। তাঁদের পেছনে কারা আছে, তা আপনারা জানেন। জনগণ এদের প্রতিহত করবে। তাঁদের কোনো দাবি থাকলে তাঁরা তাঁদের কর্তৃপক্ষের কাছে জানাবেন। তাঁরা রাস্তা ছেড়ে ক্যাম্পাসে এসে তাঁদের দাবি জানাবেন।’

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ ছিল, তার চেয়ে এখন অনেকটা ভালো।’

তিতুমীরের শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, ‘তিতুমীরের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা যে কথা বলেছেন, সেটি সঠিক। এরপরও মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয় থোকে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সর্বশেষ আজ বিকেলে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উল্টো পথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।

শিক্ষাসচিব সিদ্দিক জোবায়ের আরও বলেন, ‘তিতুমীর কলেজ নিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ করছে। আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, এর পক্ষে যৌক্তিকতা প্রমাণ করতে হবে। কারণ, তিতুমীরের মতো আরও অনেক কলেজ রয়েছে। ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে।’

সচিব আরও বলেন, ‘তিতুমীরের যে ছাত্ররা আন্দোলনে আছে, তাদের সঙ্গে সহানুভূতি আছে। কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যাতে নির্বিঘ্ন থাকে। তাদের পড়াশোনা যাতে এ ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সেদিকেও সরকার খেয়াল রাখছে।’

ইউজিসি থেকে একটি প্রস্তাব আসার প্রসঙ্গে সচিব বলেন, ‘যে সময় পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয় না হয়, ততক্ষণ পর্যন্ত এ বিষয়টিকে কীভাবে মোকাবিলা করা যায়। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কথা বলা হয়েছে। তারা নীতিগতভাবে একমত যে সাত কলেজের দায়িত্ব নিতে চাচ্ছে না।’

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল