হোম > জাতীয়

১১ কোটি টাকার অবৈধ সম্পদ, কাস্টমস ক্লিয়ারিংয়ের এজেন্ট হ্যাপির নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট শরীফ মোহাম্মদ হ্যাপির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

সূত্রে জানা যায়, হ্যাপির দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনেশুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের তথ্য গোপন করেছেন।

আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন