হোম > জাতীয়

মানসম্মত গুঁড়ো দুধ আমদানির সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানি করা গুঁড়ো দুধের গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া এবং খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গুঁড়ো দুধের মান খুবই খারাপ। কোনো চর্বি নাই। ওই দুধ যদি পানিতে মেশানো হয় তাহলে মানসম্মত দুধ হবে না। এ জন্য গুণগতমানের দুধ যেন আমদানি করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। যদি মান খারাপ হয় তাহলে আমরা আমদানির ক্ষেত্রে আপত্তি জানাব।

খন্দকার মোশাররফ আরও বলেন, গ্রাম পর্যায়ে খামারিরা দুধের জন্য গরু লালন-পালন করে। দুধের দাম যাতে বাড়ানো হয় সেই জন্য সমবায়কে কমিটি নির্দেশনা দিয়েছে। 

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গুঁড়ো দুধ আমদানির ক্ষেত্রে দুধের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া এবং দেশে মানসম্মত দুধ পাওয়ার জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপনের সুপারিশ করেছে। এ ছাড়া খামারিদের কথা বিবেচনায় তাঁদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে আগের চেয়ে বেশি দামে কেনা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করেছে।

বৈঠকে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত অকার্যকর সমবায় সমিতি এবং যেসব সমবায় সমিতি নিয়মিত অডিট সম্পন্ন করছে না বা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে সেসব সমিতির তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনাও দেওয়া হয়। 

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন, কমিটির সদস্য স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মুর্শেদী। 

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল