হোম > জাতীয়

আবারও তিন দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মে) ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

সকালে ভার্চ্যুয়ালি কারাগার থেকে মাদানীকে আদালতে হাজির দেখানো হয়। এরপর রাজধানীর পল্টন থানায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নাশকতার অভিযোগে করা একটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন।

গত ২২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অন্য একটি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই দিন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে মাদানীকে আটক করা হয়। পরে ময়মনসিংহের গাছা থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে গাজীপুর, ঢাকার তেজগাঁও ও মতিঝিল থানায় আরও তিনটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। বর্তমানে মাদানী কাশিমপুর কারাগারে আছেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন