হোম > জাতীয়

এ বছর চাল আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশে এবার ধান উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে। ফলে এ বছর চাল আমদানি করা লাগবে না। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান মন্ত্রী। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)।

কৃষিমন্ত্রী বলেন, সামনে আশ্বিন-কার্তিক মাস। আগে এই সময় চালের দাম বেড়ে যেত। এবার এই সময় চালের দাম কমের দিকে। এ বছর আমদানি করতে হবে না। উৎপাদন যথেষ্ট ভালো এবার। মিলাররা সরকারকে চাল দিতে চাচ্ছে। বিজ্ঞানভিত্তিক আর যন্ত্রনির্ভর কৃষির জন্যই এত উন্নতি।

বিএনপির আমলে মানুষ না খেয়ে মরতো জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০০৩-২০০৪ সালের দিকে দেশের বিভিন্ন এলাকায় না খেয়ে মানুষ মারা গেছে। তখন ভিক্ষাবৃত্তির মনোভাব নিয়ে দেশ চালাতো বিএনপি। এখন আর সেই পরিস্থিতি নেই। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কৃষিমন্ত্রী প্রয়াত কৃষিবিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। এ সময় দেশের কৃষির সার্বিক উন্নয়নে কৃষিবিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বিএজেএফের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাঈদ শাহীনের উপস্থাপনায় সেমিনারে আরও অংশ নেন এনআরবিসি ব্যাংকের এসএম পারভেজ, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।

আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু-একটা খুন-খারাবি হয়: সিইসি

বাংলাদেশে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি

এনইআইআর কার্যকর পেছাল ১৫ দিন

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে