হোম > জাতীয়

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে মালিক সমিতি 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে পরিবহন মালিক সমিতি। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও অভিযানে নেমেছেন তাঁরা। কোন অবস্থাতেই গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না।

পরিবহন মালিকদের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে অভিযানের নামে। এ সময় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটগামী সব গণপরিবহনেকে থামিয়ে চেক করা হয়। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে বাসের ড্রাইভার এবং হেলপারকে সতর্ক করা হচ্ছে।

রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানিয়েছে সংগঠনটি।

এ অভিযানের বিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মহারাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কঠোর অবস্থানে রয়েছি আমরা। যেসব বাস অতিরিক্ত যাত্রী বহন করছে তাঁদের বিরুদ্ধে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মামলা দিচ্ছেন। পাশাপাশি আমরা যাত্রীদেরও সচেতন করছি। অতিরিক্ত যাত্রী না হওয়ার জন্য। অনেক যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠেছেন। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে নিয়ে পরবর্তীতে অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কোন অবস্থায় বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না। 

পরিবহন মালিকদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন। যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে। 

বিআরটিএ সূত্রে জানা যায়, গত মে মাসে সারা দেশে ২০১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। মামলা হয়েছে ১ হাজার ৯৭টি। জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। গাড়ি ডাম্পিং করা হয়েছে তিনটি। 

দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন