হোম > জাতীয়

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চেয়ে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের হানিফ মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সত্যায়িত অনুলিপি পাওয়ার পর মঙ্গলবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী সিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কেন পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর দেওয়া এ-সংক্রান্ত আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

গত ১৯ এপ্রিল জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আলোকবালী ইউনিয়নের ১৩৯ জন কৃষকের কয়েক শ বিঘা জমি থেকে স্থানীয় ভূমিদস্যু কাইয়ুম মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে কৃষকেরা জমি হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই