হোম > জাতীয়

জনহিতকর অসমাপ্ত প্রকল্প নতুন করে শুরুর নির্দেশ ডিসিদের

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

সরকার পরিবর্তনের কারণে আগের সরকারের সময় নেওয়া যেসব প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোর মধ্যে জনহিতকর প্রকল্পগুলো নতুন করে শুরু করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এখন স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। এর কারণ হলো- অনেকগুলো প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে চলে গেছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যে সমস্ত প্রকল্প অর্ধ সমাপ্ত করে ঠিকাদারেরা চলে গেছে, যাদের পাওয়া যাচ্ছে না, সেগুলো কী করে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে কোনোভাবে এগুলো শুরু করে আবার শেষ করা যায়, স্থানীয়ভাবে বিভিন্ন জনহিতকর প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আগে রাজনৈতিকভাবে হলেও স্থানীয় অনেক প্রকল্পের চাহিদা ছিল, এখন সেটি নেই। আমি ডিসি মহোদয়দের বলেছি—তাঁরা নিজস্ব উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেগুলো দরকার, যেমন—রাস্তাঘাট নির্মাণ, রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘরের ভগ্নদশা, এগুলো তারা যেন নিজেদের উদ্যোগে কী ধরনের প্রকল্প নিতে হবে, তা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান বা তাদের পরিকল্পনা আমাদের জানান।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন ডিসিরা দেখভাল করেন, সে বিষয়ে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়