হোম > জাতীয়

বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: ব্লিঙ্কেন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এ কথা বললেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত সোমবার মাসব্যাপী তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নেতৃত্বশূন্য হওয়ায় ড. ইউনূসকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তাদের গণতান্ত্রিক নীতিকে সম্মান করতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।’ 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং একই ধরনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি। পেনি ওং সম্প্রতি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। তিনি সব পক্ষকে সহিংসতা এড়াতে আহ্বান জানিয়েছেন। 

মেরিল্যান্ডের আনাপোলিসে ইউএস নেভাল একাডেমিতে ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওয়াং বলেন, ‘আমরা সব পক্ষকে সহিসংতা বন্ধের এবং সর্বজনীন অধিকারকে সম্মান করার আহ্বান জানাই এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাই।

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি