হোম > জাতীয়

বিপ্লবের চেতনা সমুন্নত রেখে কাজ করতে হবে: এ এফ হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শহীদদের রক্তস্নাত এই ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে।

আজ সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিমানবন্দরসমূহের সেবার মান আরও বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট শিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান উপদেষ্টা।

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

ভোটের জোটে গতি নেই

নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে আজ

কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন বুধবার

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ জন

তফসিল ঘোষণার দিন এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব