কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে যাচাই-বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দীন আহমদের প্রার্থিতা বাতিল বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ রায় দেয় কমিশন।
ঋণখেলাপির তালিকায় নাম থাকায় গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সালাহ উদ্দিন রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। তবে নির্বাচন কমিশন তাঁর আবেদন নামঞ্জুর করেছে। ফলে সালাহ উদ্দিনের প্রার্থিতা বাতিল বহালই থাকল।
সালাহ উদ্দীন আহমদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর বর্তমান সংসদ সদস্য জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা তা বৈধ ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া আট প্রার্থী হলেন–বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দীন মাহমুদ, মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দীন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও তাঁর ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।