হোম > জাতীয়

দয়া করে কেউ বাইরে বের হবেন না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ বলেছেন, ‘আগামী সাত দিন দয়া করে আপনারা কেউ বাইরে বের হবেন না। সবাই যদি জরুরি কাজের অজুহাতে বাইরে বের হতে চান, আমাদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে কেউ এসে আপনাকে করোনা থেকে বাঁচানোর চেষ্টা করবে না। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা, দরিদ্র দেশেরও একই অবস্থা ৷ তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই।’

ডিএমপির কমিশনার বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, এটা আত্মপ্রতারণা।'

ডিএমপির কমিশনার বলেন, ‘কাজের জন্য যেন সবকিছু খুলে দেওয়া যায়, সে জন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং ঘরে এলে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির