হোম > জাতীয়

সার্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি ও এফওসি সই করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে বাংলাদেশের। এ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি নিয়ে দুটি সমঝোতা সই করতে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শেষে আগামী ২৭ জানুয়ারি ঢাকা আসছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে সার্বিয়া সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তারই ফিরতি সফরে ঢাকা আসছেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত এফওসি বৈঠক এবং দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে তিনি বলেন, বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে। দুটি সমঝোতা হবে—এটি নিশ্চিত। সম্পর্ক এগিয়ে নিতে আরও কয়েকটি বিষয়ে সমঝোতার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উত্তর এলে বোঝা যাবে ঠিক কতগুলো সমঝোতা বা চুক্তি সই হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গত অক্টোবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরকালে এ বিষয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রতিরক্ষা খাতে সমঝোতার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। 

এ ছাড়া সার্বিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিশেষ করে দেশটির অবকাঠামো খাতে বাংলাদেশের শ্রমিকের অবদান রাখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক বাড়াতে চায় ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বাড়াতে এরই মধ্যে বাংলাদেশকে চুক্তি করার জন্য বলেছে সার্বিয়া। এবারের বৈঠকে সার্বিয়ার কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা খুঁজবে ঢাকা।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে