হোম > জাতীয়

ঈদযাত্রার বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস ও ট্রেন কর্তৃপক্ষ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গাবতলী বাস টার্মিনালে বাসের এবং অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে দুই ধাপে অনলাইনে ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আজ ১৪ মার্চ দেওয়া হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। এবারও স্টেশনের কাউন্টার থেকে ঈদযাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

এছাড়া, ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল তারিখের টিকিটও বিক্রয় করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

একই সঙ্গে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। এদিন দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট।

বাসের টিকিটও অনলাইনে ও কাউন্টারে:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগপর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে।

বাসমালিকেরা জানিয়েছেন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালের বিভিন্ন জায়গায় থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের কাউন্টার এবং অনলাইনে দুই মাধ্যমে অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যাত্রা করলেন নৌবাহিনীর ৭১ সদস্য

জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা নোয়াব সভাপতির

বাংলাদেশ-ভারত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

বিএনপি মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যাকাণ্ড: বেশ অগ্রগতি হয়েছে, মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে

হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর