হোম > জাতীয়

জুনে সড়কে দৈনিক প্রাণ ঝরেছে ১৩ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এর মধ্যে নিহত হয়েছেন ৩৯৮ জন এবং আহত ৪২৩ জন। সে হিসাবে দৈনিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গড়ে ১৩ জন। এসব দুর্ঘটনার মধ্যে ১৪২টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১৫১ জন। যা গত মাসে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৭ দশমিক ৯৩ শতাংশ। আর মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ৪৩ দশমিক ৪২ শতাংশ। 

আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এসব দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মানুষ নিহত হয়েছেন ৩২৯ জন। অর্থাৎ মোট নিহতের ৮২ দশমিক ৬৬ শতাংশই এই বয়সসীমার মধ্যে। 

এ ছাড়া, দিন হিসাবে জুন মাসে দৈনিক গড়ে ১৩ দশমিক ২৬ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। অথচ মাসটির অর্ধেক জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। আবার ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। এরপরও দুর্ঘটনা ও প্রাণহানির এই চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। 

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি