হোম > জাতীয়

আগামী সপ্তাহে আসছে কালো ছত্রাক পরীক্ষার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন করে আতঙ্ক ছড়ানো কালো ছত্রাকের বিষয়ে নির্দেশনা আসছে শিগগিরই। আগামী এক সপ্তাহের মধ্যে দেশে করোনার পাশাপাশি ছত্রাকের লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটি বিস্তারিত আকারে জানানো হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশে মিলেছে কালো ছত্রাকে আক্রান্ত রোগী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কালো ছত্রাকে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ।

তিনি জানান, খুলনা মেডিকেল থেকে আসা এই রোগী ২৮ দিন আগে করোনায় আক্রান্ত ছিলেন। কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে ঢাকা মেডিকেলে আনুমানিক এক সপ্তাহ আগে ভর্তি হন তিনি। আক্রান্ত ব্যক্তি মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যায় ভুগছিলেন। তার শরীরের বাম অংশ ফোলা ছিল।

তার শরীরে কালো ছত্রাকের ইনফেকশন রয়েছে সন্দেহে নাক, কান গলা বিভাগের সহযোগিতা নিয়ে সাইনাস অপারেশন করা হয় এবং তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরপর রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। মানে তিনটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অস্ত্রোপচারের পরে রোগী এখন অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ফাঙ্গাস রোগের আক্রান্ত এক রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসকেরা বোর্ড গঠন করে তাঁকে চিকিৎসা দিচ্ছেন। তাঁর অস্ত্রোপচারের করা হয়েছে।

এর আগে কালো ছত্রাকের লক্ষণ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা নিরীক্ষায় ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি কালো ছত্রাকের উপসর্গ বহন করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বাস্থ্য অধিদপ্তর ওই ব্যক্তির মৃত্যু কালো ছত্রাকে বলে নিশ্চিত করেন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান