হোম > জাতীয়

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আজ বুধবার অনুষ্ঠিত হলো ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

প্রধান অতিথি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন অফিসারদের প্যারেড অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন, ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক, পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৮তম বিএমএ কোর্সের মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং ২৩ জন নারী অফিসার রয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনের চারজন ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ দেশে সেনাবাহিনীতে যোগ দেবেন।

এ কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির ‘সোর্ড অব অনার’ লাভ করেন। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র অফিসার মো. আব্দুল ওয়াদুদ মাসুম অর্জন করেন ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক।’ বিদেশি ক্যাডেটদের মধ্যে ফিলিস্তিনের অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইস ‘বিএমএ ট্রফি অব এক্সেলেন্স’ লাভ করেন।

অনুষ্ঠানের শেষাংশে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসাররা জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ, পিতা-মাতা ও অভিভাবকেরা নবীন অফিসারদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

প্রধান অতিথির আগমনের সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি। অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নবীন অফিসারদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন