হোম > জাতীয়

বাংলাদেশের নির্বাচনে ‘গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ না করায়’ হতাশ কানাডা

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’ 
 
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন