হোম > জাতীয়

২০১৮-এর মতো নির্বাচন দেখতে চায় না জাপান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালের থেকে ভালো নির্বাচন দেখতে চায় জাপান বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচন ঘিরে সহিংসতা এবং যেভাবে নির্বাচন সংগঠিত হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাপান।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) জাপান রাষ্ট্রদূতের সঙ্গে ‘ডিক্যাব টক’-এর আয়োজন করে। এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালন করেন সভাপতি রেজাউল করিম লোটাস।

আগামী জাতীয় নির্বাচন বিষয়ে জাপানের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করলে ইতো নাওকি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবাধ ও মুক্ত হবে বলে আশা করি। আমি আশা করি, বর্তমানে ও আগামী বছর সরকার এমন পদক্ষেপ নেবে, যাতে নির্বাচন অবাধ ও মুক্ত হয়। সরকারি কর্মকর্তাদের ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি বলতে থাকব।’ 

এই সম্পর্কিত পড়ুন:

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন