হোম > জাতীয়

সংসদ সদস্যদের জন্য আজীবন সম্মানী ভাতা চাইলেন এমপি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সংসদ সদস্যদের জন্য আজীবন সম্মানী ভাতা দাবি করেছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু। তিনি বলেন, আমরা দেখেছি ছোটখাটো কর্মচারীরাও কিন্তু চাকরি শেষে একটা সম্মানী ভাতা পায়। আমাদের যারা সংসদ সদস্য আছি। সংসদ সদস্যদের আজীবন একটা সম্মানী ভাতা প্রণয়ন করার জন্য আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাচ্ছি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে আইন প্রণয়নে সংশোধনী প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রেজাউল করিম বাবলু বলেন, আমি ইতোপূর্বে বলেছিলাম সংসদ সদস্য হিসেবে আমাদের উত্তরবঙ্গের যারা আছেন সবাই আমার সঙ্গে একমত হবেন। বগুড়া বিমানবন্দরে শুধু খরচ হচ্ছে এটা বাণিজ্যিকভাবে যদি চালু করা হয় তাহলে সরকারের রাজস্ব আয় এই বিমান বন্দর থেকে আসতে পারে। আমি মহান জাতীয় সংসদে এই বগুড়া বিমানবন্দরটি চালু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন বগুড়া বিমানবন্দরটি চালু করার জন্য আমি দাবি জানাচ্ছি।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই সংসদ সদস্য বলেন, করোনা মহামারির কারণে দেশে গার্মেন্টস শ্রমিকসহ ২ কোটির অধিক মানুষের বেকারত্ব সৃষ্টি হয়েছে। তাদের কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। এ ক্ষেত্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনীতি পুনরুদ্ধার করতে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরাতে, শিল্প বাণিজ্য কৃষি ক্ষুদ্র-মাঝারি শিল্প খাতকে চাঙা করতে কিংবা বৈদেশিক শ্রমবাজার পুনরুদ্ধার করতে কিংবা যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন করোনা পরবর্তী তাদের ফেরত পাঠাতে কিংবা যাদের ফেরত পাঠানো সম্ভব হবে না তাদের জন্য দেশেই কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা এই বাজেটে নেই।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির