হোম > জাতীয়

দুই ব্যক্তির সুপারিশেই ভোটার এলাকা পরিবর্তনের উদ্যোগ ইসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার এলাকা পরিবর্তনে ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তিপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিপুলসংখ্যক ভোটার বর্তমানে নিজেদের ভোটার এলাকায় বসবাস করেন না। তাঁরা চাকরি বা অন্যান্য কারণে অন্য কোনো ঠিকানায় বসবাস করেন। এতে ইচ্ছে থাকলেও অনেকে ভোট দিতে পারেন না। এমন ব্যক্তিদের ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার কথা ভাবা হচ্ছে।

তিনি বলেন, ‘বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনে ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তিপত্র বা পরিষেবা বিলের কপি জমা দিতে হয়। অনেক সময় নানান কারণে ভাড়াটিয়ারা এসব দিতে পারেন না। তাই এগুলোর পরিবর্তে দুজন ব্যক্তি সংশ্লিষ্টকে শনাক্ত করবেন—এমন বিধান আনার কথা ভাবছি। অর্থাৎ যিনি আবেদন করবেন, তাঁকে সংশ্লিষ্ট এলাকার দুজন ভোটার শনাক্ত করবেন। পরে আমাদের কর্মকর্তা সেই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন।’

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক