হোম > জাতীয়

বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে ১৯০ মিলিয়ন ডলার দেবে জার্মানি

বাংলাদেশকে আর্থিক সহায়তা দিতে চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি। ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির দক্ষতা বৃদ্ধি ও টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে ১৯০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জার্মানি। এ লক্ষ্যে সম্প্রতি দুই দেশের মাঝে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের সংবাদমাধ্যম ফাইবার টু ফ্যাশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও জার্মানি সম্প্রতি ১৮০ দশমিক ৮০৭ মিলিয়ন ইউরো বা ১৯০ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উন্নয়ন সহযোগিতা নিয়ে আর্থিক ও কারিগরি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে কারিগরি সহায়তা দেওয়া দেওয়া হবে ৪৫ দশমিক ৮ মিলিয়ন ইউরোর এবং বিভিন্ন খাতে সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়া হবে সর্বোচ্চ ১৩৫ মিলিয়ন ইউরো।

এই চুক্তির আওতায় নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ৫০ দশমিক ৫ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে। টেকসই নগর উন্নয়নে সর্বোচ্চ ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপের দেশটি।

এর বাইরে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে ৫ মিলিয়ন ইউরো, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে ১২ মিলিয়ন ইউরো, জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বোচ্চ ৬ মিলিয়ন ইউরো এবং নারী ও শিশুর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে একটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ৭ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছ জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১ কোটি ৫০ লাখ ইউরো দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে বাংলাদেশে উন্নয়নের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে জার্মানি, যা এখন পর্যন্ত মোট সাড়ে ৩ বিলিয়ন ইউরোর বেশি।

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল