হোম > জাতীয়

বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে ১৯০ মিলিয়ন ডলার দেবে জার্মানি

বাংলাদেশকে আর্থিক সহায়তা দিতে চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি। ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির দক্ষতা বৃদ্ধি ও টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে ১৯০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জার্মানি। এ লক্ষ্যে সম্প্রতি দুই দেশের মাঝে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের সংবাদমাধ্যম ফাইবার টু ফ্যাশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও জার্মানি সম্প্রতি ১৮০ দশমিক ৮০৭ মিলিয়ন ইউরো বা ১৯০ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উন্নয়ন সহযোগিতা নিয়ে আর্থিক ও কারিগরি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে কারিগরি সহায়তা দেওয়া দেওয়া হবে ৪৫ দশমিক ৮ মিলিয়ন ইউরোর এবং বিভিন্ন খাতে সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়া হবে সর্বোচ্চ ১৩৫ মিলিয়ন ইউরো।

এই চুক্তির আওতায় নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ৫০ দশমিক ৫ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে। টেকসই নগর উন্নয়নে সর্বোচ্চ ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপের দেশটি।

এর বাইরে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে ৫ মিলিয়ন ইউরো, সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে ১২ মিলিয়ন ইউরো, জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বোচ্চ ৬ মিলিয়ন ইউরো এবং নারী ও শিশুর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে একটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ৭ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছ জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১ কোটি ৫০ লাখ ইউরো দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে বাংলাদেশে উন্নয়নের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে জার্মানি, যা এখন পর্যন্ত মোট সাড়ে ৩ বিলিয়ন ইউরোর বেশি।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা