হোম > জাতীয়

বিরোধীদের ওপর বাড়তি বলপ্রয়োগ না করার আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের 

রাজনৈতিক বিক্ষোভে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব দলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন মতপ্রকাশ ও সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্লেমেন্ত ভোলে। একইসঙ্গে ভিন্ন মতাবলম্বীদের ওপর বাড়তি বলপ্রয়োগ থেকে সরকারকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল সোমবার রাতে এক টুইট বার্তায় জাতিসংঘের বিশেষ দূত বলেন, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ক্রমেই বাড়ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থায় আমি সব পক্ষকে সংযম অনুশীলন করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘জনগণের যে সমবেত হওয়া ও বিক্ষোভ করার অধিকার রয়েছে তা আমি কর্তৃপক্ষকে মনে করিয়ে দিতে চাই। দায়িত্বরত কর্মকতাদের অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কেননা ভিন্নমতকে সম্মান করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে আগামী নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আমান উল্লাহ আমানও সংঘর্ষে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা