হোম > জাতীয়

বিরোধীদের ওপর বাড়তি বলপ্রয়োগ না করার আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের 

রাজনৈতিক বিক্ষোভে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব দলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন মতপ্রকাশ ও সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্লেমেন্ত ভোলে। একইসঙ্গে ভিন্ন মতাবলম্বীদের ওপর বাড়তি বলপ্রয়োগ থেকে সরকারকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল সোমবার রাতে এক টুইট বার্তায় জাতিসংঘের বিশেষ দূত বলেন, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ক্রমেই বাড়ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থায় আমি সব পক্ষকে সংযম অনুশীলন করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘জনগণের যে সমবেত হওয়া ও বিক্ষোভ করার অধিকার রয়েছে তা আমি কর্তৃপক্ষকে মনে করিয়ে দিতে চাই। দায়িত্বরত কর্মকতাদের অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কেননা ভিন্নমতকে সম্মান করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে আগামী নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আমান উল্লাহ আমানও সংঘর্ষে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত