রাজনৈতিক বিক্ষোভে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব দলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন মতপ্রকাশ ও সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্লেমেন্ত ভোলে। একইসঙ্গে ভিন্ন মতাবলম্বীদের ওপর বাড়তি বলপ্রয়োগ থেকে সরকারকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার রাতে এক টুইট বার্তায় জাতিসংঘের বিশেষ দূত বলেন, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ক্রমেই বাড়ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থায় আমি সব পক্ষকে সংযম অনুশীলন করার আহ্বান জানাই।’
বাংলাদেশে আগামী নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়। এছাড়া আমান উল্লাহ আমানও সংঘর্ষে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।