হোম > জাতীয়

ঈদুল ফিতরে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তীকালীন সরকারেরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসের সমাপ্তির সঙ্গে সঙ্গে ঈদের এই আনন্দময় সময়টিকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও একতা বৃদ্ধির সময় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রী মোদি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর এসেছে। এই আনন্দময় উৎসবে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও ২০ কোটি মুসলিম এই পবিত্র মাসে সংযম পালন করেছেন। রমজান মাসের শেষে এই ঈদুল ফিতর আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধ মনে করিয়ে দেয়, যা আমাদের জাতি ও বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে একত্রে আবদ্ধ করে। এই শুভক্ষণে আমি বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হোক।’

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, ‘আপনার প্রতি আমার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শুভেচ্ছা রইল।’

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ